ত্রিশালে ট্রাকের ধাক্কায় লেগুনার দুই যাত্রী নিহত
ত্রিশালে ট্রাকের ধাক্কায় লেগুনার দুই যাত্রী নিহত
ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে একটি লেগুনাকে ট্রাকের ধাক্কা দেওয়ার ঘটনায় লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজন এবং চিকিৎসা চলাকালীন আরেকজনের মৃত্যু হয়। এর আগে বুধবার (২০অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বগার বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভালুকা উপজেলার রামদিয়া গ্রামের রিমা আক্তার এবং একই গ্রামের সাব্বির হোসেন। নিহতরা ভালুকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে এ তথ্য নিশ্চিত করেছেন ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র দে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বগার বাজার এলাকায় সিএনজি ফিলিং স্টেশনের সামনে একটি লেগুনা ইউটার্ন নিচ্ছিল। এ সময় ভালুকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বালুবোঝাই ট্রাক ওই লেগুনার পেছনে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু এবং চিকিৎসা চলাকালীন আরেকজনের মৃত্যু হয়। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, ট্রাক এবং লেগুনাকে জব্দ করা গেলেও ওই দুই যানের চালক পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।