বাগেরহাটের চিতলমারীতে হামলার ঘটনায় মামলা করে নিরাপত্তাহীনতায় যুবক
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের চিতলমারীতে একাধিকবার শ্বশুর বাড়ির লোক কর্তৃক হামলার শিকার হয়ে আদালতে মামলা করে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন এক যুবক। মামলা করায় শ্বশুর বাড়ি পক্ষের লোকজন প্রতিনিয়ত তাকে হুমকি-ধমকি প্রদান করে আসছে। উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের খড়মখালী গ্রামের মৃত বলরাম মন্ডলের ছেলে তনয় মন্ডলের সাথে একই ইউনিয়নের গরীবপুর গ্রামের নন্দিতা গাইনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন বিয়ে মেনে নিতে পারেনি। এ ঘটনায় রেশে চলতি বছরের ২৬ সেপ্টেম্বর তনয় শ্বশুর বাড়িতে গেলে রাত ৯ টার দিকে তার ওপর হামলা চালানো হয়। হামলায় তনয় মন্ডল গুরুতর আহত হয়। এ ঘটনায় তনয় বাদী হয়ে ২৯ সেপ্টেম্বর বাগেরহাট বিজ্ঞ আদালতে হামলার সাথে জড়িত জগদীশ গাইন, শিবাশিষ মল্লিক, জয় মন্ডল, অনুজ গাইনসহ ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এই মামলা দায়েরের পর থেকে হামলাকারীরা তাকে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি প্রদান করে আসছে। এ ঘটনায় তনয় চরম নিরাপত্তা হীনতায় রয়েছেন।

 

নিউজটি শেয়ার করুনঃ