আমাবস্বা রাতে
প্রদীপ দত্ত
মায়ার বাধনে বাধা রাত
তখন রাত্রি শেষে
ক্লান্ত নয়ন তারা
অজানা তারারা ঘর খুঁজে
দিশেহারা।
জল্পনা, কল্পনা করে
পাড়াপ্রতিবেশিরা কেউ কেউ
হাঁসগুলো ডুবে ডুবে
মাছ খোঁজে ওদের স্নানের সময়।
একটি বিষন্ন মাছরাঙা
একা বসে থাকে
বেঘাটে,নোয়ানো গাছের ডালে
অভাব নেই চুনো পুঁটি মাছের
তবু মন নেই তার,তাতে
তার চোখ দুটো ভরে আছে
বেদনার জ্বলে
আজ সকালে খুন হয়ে গেছে
দুষ্টু বালকের হাতে তার রেশম
পালকে ভরা প্রিয়তমা।
আবার নেমে আসে কালরাত
এখন থেকে বুনো ঝোপঝাড়ে
বাঁশের বনে আনমনে
বুনো বাসায় সে একাএকা রবে
ঝোড়ো রাতে,সন্ধা ও প্রাতে।
দৈনিক নব দেশ বার্তা / কবিতা 

নিউজটি শেয়ার করুনঃ