বৃন্তে মৌমাছি ফড়িঙের ডানা
প্রদীপ দত্ত
দূর নক্ষত্রজ্বলা রাতের সাথে নিভূ নিভূ বিষণ্ণ পলাকতা চাঁদ অধরা সময় তুমি ও আসন্ন উৎসব হে’কে যায় এক নিঃশব্দের  পানকৌড়ি শব্দের ঢেউ তোলা গগন বিদারী চিৎকারে সংকোচ ভেঙে এগিয়ে আছে চলমান জীবন রেখা।
তারপর বহুদূরে জলের রেখার কাছে ঢেউ ভেঙে পড়ে অচেনা সমুদ্রের ঘোর কাল কালো জলে খেলা করে প্রতিচ্ছবি অচেনা বন্দরে নাবিক নোঙর করে জীবনের সাম্পান-।
কেঁপে ওঠে আকাশ ভেঙে যায় নিরাবতা ঘাস ফড়িঙের ডানা ঝাপটানোর শব্দে
পৃথিবী বিষন্ন হয়ে মুখ ভার করে থাকে ঘোর সন্ধায়;
ফুলের স্তনে মুখ রাখে মৌমাছি ভোর রাতে
মধু নিয়ে ফিরে ফিরে আসে আপন নিরালায়।
দৈনিক নব দেশ বার্তা / কবিতা 

নিউজটি শেয়ার করুনঃ