নড়াইলের লোহাগড়া উপজেলার সরুশনা গ্রামের নওশের শেখ নামের কৃষককে কুপিয়ে হত্যা
নড়াইলের লোহাগড়া উপজেলার সরুশনা গ্রামের নওশের শেখ নামের কৃষককে কুপিয়ে হত্যা
ভ্রাম্যমাণ প্রতিনিধি নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার সরুশনা গ্রামের নওশের শেখ “৭০ নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে। নিহত নওশের শেখ সরশুনা গ্রামের মৃত-আব্দুর ওয়াজেদ শেখের ছেলে। শুক্রবার ২২ অক্টোবর দুপুরে লোহাগড়া উপজেলার সরুশুনা গ্রামে বিলের ধানক্ষেতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সরুশুনা গ্রামের ফারুক শেখ (৪০) কে বিকেলে উপজেলার চরশামুকখোলা গ্রাম থেকে আটক করেছে পুলিশ। আটককৃত ফারুক শেখ একই গ্রামের মৃত-সিফাত শেখের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নওশের শেখ শুক্রবার দুপুরে তার ফসলি জমিতে লাগানো ধানের পরিচর্যা করছিলেন। এ সময় অভিযুক্ত ফারুক শেখ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং গরু ফসল খাওয়া কে কেন্দ্র করে নিহতের সাথে ফারুকের কথা কাটাকাটি হয় এরপর নওশের শেখ কে ধারালো অস্ত্র (হাসুয়া) দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপাতে থাকে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্ত ফারুক শেখ এসময় পালিয়ে যায়, এবং সেখানেই নওশের এর মৃত্যু হয়। স্থানীয় লোকজন ঘটনাটি দেখে নিহতের পরিবারকে জানান। এলাকাবাসী সূত্রে জানা গেছে অভিযুক্ত ফারুক শেখ বিভিন্ন সময়ে এলাকার মানুষের সঙ্গে প্রতিনিয়ত তর্কবির্তকে জড়িয়ে যেতেন। কোন কারণ ছাড়াই লোকজনকে মারধর করতেন। এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন-অভিযুক্ত ফারুক শেখ কে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফারুক মানসিক প্রতিবন্ধী বলে দাবি করেছে তার পরিবার, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।