রবিউল আউলকে স্বাগত জানিয়ে সীতাকুণ্ডে বর্ণাঢ্য র্যালী
রবিউল আউলকে স্বাগত জানিয়ে সীতাকুণ্ডে বর্ণাঢ্য র্যালী
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) এর মাস রাবিউল আউয়াল এর শুভাগমনে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদামবিবিহাট হযরত শাহজাহান শাহ (রঃ) মাওলানা জামে মসজিদ কমিটির আয়োজনে শুক্রবার (২২অক্টোবর) জুমার নামাজ শেষে জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সঃ) এর আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি মাদামবিবিরহাট হযরত শাহজাহান শাহ (রঃ) মাওলানা জামে মসজিদ হতে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে হযরত শাহজাহান শাহ (রঃ) মাজার শরীফ প্রাঙ্গণে গিয়ে মুনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়। র্যালীতে ৯নং ভাটিয়ারী ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে হাজারো ধর্মপ্রান মুসলিম ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে। এর আগে র্যালীটি উদ্বোধন করেন হযরত শাহজাহান (রঃ) মাওলানা জামে মসজিদের মোতয়াল্লী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আলম কন্ট্রাক্টর। র্যালী পরবর্তী সমাবেশে বক্তারা বলেন এই রবিউল মাসের ১২ তারিখ বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় নবী রাসূলে পাক (দঃ) কে আল্লাহ তায়ালা দুনিয়াতে সমস্ত সৃষ্টির রহমত হিসেবে প্রেরণ করেন। আর এই রহমতের শোকরিয়া স্বরুপ প্রতিবছর ধর্মপ্রান আশেকে রাসূল (দঃ) গণ বিশ্বের আনাচে কানাচে জশনে জুলুছ বা আনন্দ র্যালী বের করেন। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মসজিদের খতীব হযরতুলহাজ্ব মাওলানা শাহজাদা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী, আলহাজ্ব আব্দুর রহমান মেম্বার, জাফর আহমদ, আলহাজ্ব হোসেন কন্ট্রাক্টর, ওসমান গনি নাঈম, আবদুল করিম, মুহাম্মদ শাহজামান, মাওলানা আহমদ হোসাইন আওলাদ, হাফেজ মুহাম্মদ কাউছার, মুহাম্মদ আবু তাহের, শামসুল আলম মিয়া, মুহাম্মদ মোজাম্মেল, মাহবুব আলম, হাজী লিয়াকত আলী চৌধুরী, মুহাম্মদ আলাউদ্দিন, মুহাম্মদ রুবেলসহ ভাটিয়ারী ইউনিয়ন আওতাধীন বিভিন্ন মসজিদ পরিচালনা কমিটি, খতিব,ইমাম, মুয়াজ্জিন, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও ত্বরিকত ভিক্তিক সংগঠনের বিভিন্নস্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।