সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন
সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন
বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর নওয়াপাড়া বাজার ইনস্টিটিউটের সামনে, সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষার দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট অভয়নগর শাখার উদ্যেগে প্রতিবাদ ও মানববন্ধন করেছে। ২১অক্টোবর (বৃহস্পতিবার) বিকালে সাংস্কৃতিক জোটের অভয়নগর উপজেলা শাখার আহবায়ক সুনীল দাসের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সদস্য সচিব জিএম মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উদীচি অভয়নগর শাখার সাধারণ সম্পাদক সুকুমার ঘোষ, নওয়াপাড়া ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক পৌর ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফারুক হোসেন। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট অভয়নগর শাখার আহবায়ক হারুন আল আজিজ, প্রভাষক চিন্ময় বিশ্বাস, পৌর ৬ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, জোটের নেতা সাব্বির আহমেদ শান্ত, বিশ্বজিৎ গুহ, আলমগীর হোসেন, দেবাশীষ দাস নান্টু, দীপক অধিকারী, দিপক পাঁড়ে, ডি আর আনিসুর রহমান, সঞ্জয় মন্ডল, তরিকুল ইসলাম, রাকিব সরদার, ইমরান হোসেন, শ্রাবন্তী মল্লিক, বাচ্চু দাস প্রমুখ।