সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
চট্রগগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সাজ্জাদ হোসেন ফয়সাল (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা পৌনে ২টার দিকে উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট-মিলস বিএম কন্টেইনার ডিপোর সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল খাগড়াছড়ি জেলার রামগড় বাজার এলাকার আবদুল মান্নান হোসেন চৌধুরীর পুত্র। জানা যায়, ফয়সাল মোটর সাইকেল যোগে চট্টগ্রামের দিকে যাওয়ার সময় একইমুখী একটি অজ্ঞাত গাড়ি তাকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।এসময ধাক্কা দেওয়া গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ায়। কোন গাড়ি সনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান স্থানীয়রা। এব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ফয়সাল একটি মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। এসময় সোনাইছড়ি বিএম কন্টেইনার ডিপো এলাকায় একটি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তবে কোন গাড়ি চাপা দিয়েছে তা শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।