অভয়নগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
অভয়নগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলায় নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের উদ্যেগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। মানববন্ধন ও র্যালির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়। ২২অক্টোবর (শুক্রবার) সকাল সাড়ে দশটায় যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া নুরবাগ মোড়ে মাববন্ধন ও আলোচনা সভার কর্মসূচি শুরু করে হাইওয়ে থানা পুলিশ। হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল্লাহ এর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, সাবেক পৌর কাউন্সিলর, শ্রমিকলীগ নেতা রবীন অধিকারী ব্যাচা। আলোচনা সভা ও মানববন্ধন শেষে প্রধান অতিথির নেতৃত্বে একটি র্যালি নওয়াপড়া নূর বাগ মোড় হতে যশোর খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অনলাইন নিউজ পোর্টাল পোষ্ট পিয়নের প্রকাশক ও সম্পাদক হারুন-অর-রশীদ, ওসি সিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোল্যা, সাবেক পৌর কাউন্সিলর লুৎফর রহমান প্রমুখ।