গুরুকুল ব্রহ্মচর্য্য আশ্রম পরিচালনা পর্ষদের প্রতিবাদী অবস্থান
মহানগর সংবাদদাতাঃ
সারাদেশময় দুর্গামন্দিরে হামলা, উপাশ্য দেবমূর্তী ভাংচুর, বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটতরাজ, অগ্নিসংযোগ, খুন, ধর্ষনের ঘটনায় জড়িতদের বিচারে বিশেষ টাইবুন্যাল গঠন, রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার মাধ্যমে ধ্বংশযজ্ঞে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার ক্ষতিগ্রস্থ বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান, মঠ মন্দিরের ক্ষতি নিরূপনে ক্ষতিপূরণ প্রদান সংখ্যালঘুদের নিরাপত্তায় থানা / উপজেলা ভিত্তিক সিকিউরিটি সেল গঠন ও সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠার নিমিত্তে গুরুকুল ব্রহ্মচার্য্য আশ্রম পরিচালনা পর্ষদ ২২/১০/২০২১ চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে প্রতিবাদী অবস্থান গ্রহণ করে। মুখে কালো কাপড় বেঁধে আশ্রমের ভক্তগণ প্রতিবাদী অবস্থানে অংশ নেয়। দাবীর সমর্থনে বক্তব্য দেন আশ্রম পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ মাইনরিটিপার্টি কেন্দ্রিয় কমিটির সভাপতি শচীন্দ্র লাল দে, আশ্রম পরিচালনা পর্ষদের কর্মকর্তা সুকুমার মল্লিক, অভিজিৎ রায় পুলুক, রিপন রায়, এ্যাড: নিলু কান্তি দাশ, অ্যাড অনুপ আইচ, লায়ন বিপুল বরণ লোধ, নির্মল মল্লিক, অ্যাড: মানিক সেন, ডাঃ নারায়ন শীল, ডাঃ রবীন্দ্র রায়, লায়ন ডাঃ আর.কে. রুবেল, ডাঃ বিশ্বজিৎ ভট্টাচার্য্য, দিলীপ মিত্র, রাজীব দাশ, তুহিন রায় ও ডাঃ যুদ দেব নাথ। প্রতিবাদী অবস্থান পরবর্তী আশ্রম পরিচালনা পর্ষদের সভাপতি দাবী পুরণ না হওয়া পর্যন্ত উপস্থিত সবাইকে আগামী কর্মসূচিতে মাঠে থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুনঃ