কুমারখালীতে মা ইলিশ রক্ষা অভিযানে ১০ হাজার মি: কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট
কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালীতে মা ইলিশ রক্ষা অভিযানে ১০ হাজার মিটার দৈর্ঘ্যের কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত শিলাইদহের পদ্মানদীতে এই অভিযান পরিচালনা করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। এ নির্দেশনা অমান্য করে পদ্মানদীতে অবৈধভাবে ইলিশ ধরা বন্ধের জন্য অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। অভিযান পরিচালনাকালে জেলেরা পালিয়ে গেলেও ১০ হাজার মিটার দৈর্ঘ্যের কারেন্ট জাল জব্দ ও জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদ হাসান, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ