জয়পুরহাট ডিবি কর্তৃক গাঁজা উদ্ধার ২নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩
জয়পুরহাট ডিবি কর্তৃক গাঁজা উদ্ধার ২নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩
বিশেষ প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) কর্তৃক ১(এক) কেজি শুকনা গাঁজা, দুইজন নারী মাদক ব্যবসায়ীসহ ৩(তিন) জনকে গ্রেফতার করেছেন।জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় ২২-১০-২০২১ শুক্রবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) মোঃ আমিরুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানার আয়মা রসুলপুর ইউনিয়নের খাসবাট্রা তবিপাড়া গ্রাম হতে ০১(এক) কেজি শুকনা গাঁজা উদ্ধার, দুইজন নারী মাদক ব্যবসায়ীসহ ৩(তিন) জনকে গ্রেফতার করে জয়পুরহাট ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হল, মোঃ মোজাফফর হোসেন(৫৫), পিতা-মৃত আকবর আলী ও মোছাঃ চীবন নাহার(৩৮), স্বামী- মোজাফফর হোসেন, এবং মোছাঃ রজিনা বেগম(৩৩), স্বামী-মোঃ ফারদুল, সর্বগ্রাম-খাসবাট্রা, থানা- জয়পুরহাট।