বিপন্ন মুসলিম সভ্যতার পুনর্জাগরণে বিশ্বমুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে
হোসেন মিন্টুঃ
বিপন্ন মুসলিম সভ্যতার পুনর্জাগরণে বিশ্বমুসলমানকে এক কাতারে আসতে হবে। বক্তারা বলেন, বিশ্বমুসলমান আজ বহুদলে বিভক্ত। বিশ্বমানবতার সেবক নবী মোস্তফার (দ.) আদর্শ থেকে আমরা অনেক দূর সরে এসেছি। তাই সভ্যতা বিনির্মাণের দিকে আমাদের কোনো ঝোঁক নেই। পৃথিবীজুড়ে মুসলিম নিপীড়ন বন্ধে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জায়গা কেবল নবীপ্রেম ও স্রষ্টাপ্রেম। ইসলামের সূচনালগ্ন থেকে মুসলিমরা আত্ম-পরিশুদ্ধির চর্চা করে আসছে। ইমান-আমলে বিশুদ্ধতা আনতে আমাদের জন্য আত্ম-পরিশুদ্ধের চর্চা অবশ্য করণীয়। হযরত সুলতান বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ্ ময়দানে আন্জুমানে আশেকানে মোস্তফা (দ.) বাংলাদেশ ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের যৌথ ব্যবস্থাপনায় ঈদে মীলাদুন্নবী (দ.) উপলক্ষে আমীনে মিল্লাত ফকীহে বাঙ্গাল পীরে কামেল মুফতি আল্লামা শাহ্সূফী কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী (রহ.) এর প্রতিষ্ঠিত সুন্নী সমাবেশের সমাপনী দিবসে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আল্ আমীন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন ও সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিক্বত হযরতুলহাজ্ব আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ সাদেকুর রহমান হাশেমী (মু.জি.আ)। শাহ্জাদা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমীর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন শাহসূফী কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী, শাহ্জাদা মাওলানা কাযী মুহাম্মদ আশেকুর রহমান হাশেমী, চট্টগ্রাম দারুল মুস্তফা মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম, উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলকাদেরী, লেখক ও গবেষক মাওলানা শহিদুল্লাহ বাহাদুর, মাওলানা আজিজল হক হুসাইনী, মাওলানা আখতার হোসাইন, মাওলানা হাফেজ শিব্বির আহমেদ ওসমানী, মাওলানা আইয়ুব আলী, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মাওলানা আব্দুল হাই, শাহজাদা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, মাওলানা মুহাম্মদ ফোরকান কাদেরী, শাহজাদা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী, মাওলানা জাফর আলম, মাওলানা মুহাম্মদ হাবীব এলাহী, মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দিন আল কাদেরী, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল নিশান। বাদে আছর হতে নাতে রাসূল (দরুদ) পরিবেশন করেন আশেকানে মোস্তফা সাংস্কৃতিক পরিষদের শায়েরবৃন্দ। শেষে সালাম ছালাম, তাবারুক বিতরণ এবং বিশ্বে শান্তি কামনায় বিশেষ মুনাজাত করেন পীরে তরিক্বত হযরতুলহাজ্ব আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ সাদেকুর রহমান হাশেমী (মু.জি.আ)।

নিউজটি শেয়ার করুনঃ