শেরপুরে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার-১৯
এরশাদ হোসেন,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীসহ ১৯ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত অষ্টোবর ২০২১ শনিবার রাতে শহর ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে শেরপুর থানা পুলিশ।গ্রেপ্তারকৃতদের মাঝে শেরপুর শহরের উত্তরসাহাপাড়ার হরমুজ আলীর ছেলে মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম নজু (৫৫) রয়েছেন। শেরপুর থানার এসআই তন্ময় বর্মন জানান, নজরুল ইসলামকে ২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবাশীষ রায় জানান, গ্রেপ্তারকৃত ১৯ আসামীর মধ্যে ৯জন মাদক মামলায়, গ্রেফতারী পরোয়ানামুলে ৮ জন ও ১৫১ ধারায় ২জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের রবিবার (২৪ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ