যশোরে র্যাবের হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশঃ ২৪ অক্টোবর ২০২১ | ৫:১২
যশোরে র্যাবের হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিশেষ প্রতিনিধিঃ
যশোরের সদর উপজেলার আরোপপুর এলাকা থেকে ৩৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি অভিযানিক দল। ২৪ অক্টোবর (রবিবার) বিকেলে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী যশোর শহরের ঘোপ জেল রোড এলাকার মৃত-আবুল কালাম মোল্লার ছেলে নিজাম, হোসেন (২৬)। ওই মাদক ব্যবসায়ী যশোরের ভাসমান বাসিন্দা বলে র্যাব জানিয়েছে। যশোর ক্যাম্পের লেঃকমান্ডার মোঃ নাজিউর রহমান নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় বলে র্যাব সূত্র নিশ্চিত করেছে।