মিল শ্রমিককে এসিড ছুঁড়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ প্রেমিক গ্রেফতার
বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলার শিল্প শহর নওয়াপাড়ায় প্রেমিকের এসিডে ঝলসে মারা গেছে মিল শ্রমিক প্রেমিকা কেয়া বেগম (৩০) নামে এক নারী।২৫ অক্টোবর (সোমবার) দুপুরে নওয়াপাড়ার স্বনামধন্য চামড়া মিল এস এ এফ এ কর্মরত অবস্থায় এ ঘটনা ঘটে। নিহত নারী অভয়নগর উপজেলার কাদিরপাড়া গ্রামের মৃত-আবুল কালামের মেয়ে। প্রেমিক শামিম (৩৫) খুলনার ফুলতলা উপজেলার শেষ সীমানা এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানাগেছে। নিহতের প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা যায়, কেয়া স্বামী পরিত্যাক্তা। তার ১২/১৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সে প্রাই ১০ বছরেরও অধিক সময় ধরে এসএএফ চামড়ার মিলে শ্রমিকের কাজ করে। একই মিলে শ্রমিকের কাজ করে শামিম। শেষ সীমানা এলাকায় কেয়ার বড় বোনের শ্বশুর বাড়ি। সেই সুবাদে ঘনিষ্টতা হয় শামীমের সাথে। ঘনিষ্টতা এক সময় প্রেমের সম্পর্কে রূপ নেয়। সম্প্রতি কেয়া শামীমকে বিয়ের জন্য পিড়াপীড়ি করতে শুরু করে। কেয়ার প্রতিবেশীরা দাবি করেন, এ ঘটনাকে কেন্দ্র করেই শামীম কেয়াকে মিলে কর্মরত অবস্থায় সারা শরীরে এসিড ছুড়ে ঝলসে দেয়। নিহত কেয়া এসিডে ঝলসে ছটফট করতে থাকলে রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। মিলে কর্মরত অন্যান্যরা ছুটে এসে শামীমকে পুলিশে সোপর্দ করে এবং আহত কেয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যায়। এ ব্যাপারে অভয়নগর থানার অিফিসার্স ইনচার্জ কেএম শামীম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত শামীমকে আটক করা হয়েছে। প্রাথমিক জ্ঞিাসাবাদ চলছে। মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুনঃ