বাগেরহাট জেলা আইনজীবি সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
বাগেরহাট জেলা আইনজীবি সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ও দেশের বিভিন্ন স্থানে সংখ্যা লঘুদের মন্দির ভাঙচুর, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ড.এ কে আজাদ ফিরোজ টিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলতাফ হোসেন, কার্যনির্বাহী সদস্য এ্যাডভোকেট সুমন কুমার সিংহ, অর্থ সম্পাদক ফকির নওশেরুজ্জামান লালন, এ্যাডভোকেট সেলিম আজাদ, পূজা উদযাপন পরিষদের সম্পাদক এডভোকেট মিলন কুমার ব্যানার্জি কৃষ্ণ মন্ডল এডভোকেট সোমনাথ দত্ত, এ্যডভোকেট সমরেন্দ্রনাথ দত্ত। এ্যাডভোকেট ফিরোজ বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে এবং সংখ্যালঘুদের যে কোন বিপদে বাগেরহাট জেলা আইনজীবী সমিতি যে কোনো রকমের সহযোগিতায় পাশে থাকবেন। এ্যাডভোকেট আলতাফ হোসেন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় যারা জড়িত তাদের চিন্হিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ্যাডভোকেট সুমন কুমার সিংহ বলেন এদেশের হিন্দুরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তারা কাজ করেছে। কিন্তু দেখা গেছে কোন অপরাধ হলেই হিন্দুদের ঘরবাড়ি পোড়ানো হয় তাই আগামীতে এর থেকে নিরাপত্তা রক্ষার জন্য প্রধানমন্ত্রী বরাবর দাবি জানান তিনি। এ্যডভোকেট সেলিম আজাদ বলেন বাংলাদেশে শান্তি ও সম্প্রীতির দেশ তাই এখানে কোন উগ্রবাদের স্থান নাই অতি দ্রুত প্রকৃত অপরাধীদের চিন্হিত করে শাস্তি দাবি করেন তিনি।