নওগাঁয় সবজি চাষে ব্যাস্ত সময় পার করছেন চাষিরা
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলায় এ বছর বেগুন, শিম, পটল, লাউ, কাকরুল, ঝিংগা, তরই, কমরা, মিষ্টিলাউ, বরবটিসহ বেশ কয়েক প্রজাতির আগাম সবজি চাষ হচ্ছে। আবহাওয়া ভালো থাকায় ফলনও বেশি, করোনার গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে এবার কৃষকরা আগামজাতের সবজি চাষে ঝুঁকে পড়েছে। নওগাঁর বদলগাছির কৃষক মোঃ আনোয়ার হোসেন বলেন, এবছরে পোকার আক্রমণ গত বছরের তুলনায় অনেক কম হওয়ায় মাঠে সবজির ফলনও বেশি হয়েছে। উৎপাদিত সবজির মধ্যে শিমের দামই বেশি পাওয়া যাচ্ছে। শুরুর দিকে প্রতি কেজি শিম বিক্রি হয়েছে১৫০ থেকে ১৬০ টাকা পর্যন্ত, কৃষক আফজাল হোসেন বলেন আগের বছর করোনা ও বন্যায় ডুবে যাওয়ায় ও যানবাহন ঠিক মতো না চলার কারণে সবজির দাম পাওয়া যায়নি। এ বছরে আবহাওয়া ও বন্যা কম থাকায় সবজির চাষ অনেক বেড়েছে। এদিকে কীটনাশকের দামও অনেক বেড়েছে। কৃষক দের দাবি সরকারের কাছে কীটনাশকের দাম যেন কমানো হয়৷ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামছুল ওয়াদুদ বলেন, এ বছর জেলায় মোট এক হাজার ৫৮০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এর মধ্যে ৪৩৫ হেক্টর জমিতেই চাষ হয়েছে তিন প্রজাতির শিম। এসব শিম জেলার চাহিদা মিটিয়ে পাশাপাশি অন্য জেলাগুলোতে বিক্রি করা হইতেছে। সবজির ভালো ফলন বৃদ্ধির জন্য পরামর্শ দিতেছে মাঠ কর্মীরা জানান উপ-পরিচালক শামছুল ওয়াদুদ।

নিউজটি শেয়ার করুনঃ