সীতাকুণ্ডে বিনাপ্রতিদ্বন্দ্ধিতায় ৫চেয়ারম্যান নির্বাচিত দলের সিদ্ধান্ত অমান্য করে ৪ইউপিতে বিদ্রোহী প্রার্থী
সীতাকুণ্ডে বিনাপ্রতিদ্বন্দ্ধিতায় ৫চেয়ারম্যান নির্বাচিত দলের সিদ্ধান্ত অমান্য করে ৪ইউপিতে বিদ্রোহী প্রার্থী
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আগামী ১১নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনে ৯ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।এর বাহিরে দলের সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও মূলত আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপরীতে বিদ্রোহী প্রার্থীর ভূমিকায় আছেন।উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৫ জন আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকে বিনাপ্রতিদ্ধিতায় বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ৪ ইউনিয়নে ৪জন ওয়ার্ড সদস্য এবং ৫টি ইউনিয়নে সংরক্ষিত ৫জন নারী সদস্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত ৫ চেয়ারম্যান হচ্ছেন ১নং সৈয়দপুর ইউনিয়নে এইচ এম তাজুল ইসলাম নিজামী, ৪নং মুরাদপুর ইউনিয়নে এস এম রেজাউল করিম বাহার, ৭নং কুমিরা ইউনিয়নে মোরশেদ হোসেন চৌধুরী, ৮নং সোনাইছড়ি ইউনিয়নে মনির আহমেদ এবং ৯নং ভাটিয়ারী ইউনিয়নে নাজিম উদ্দিন। বেসরকারি ভাবে নির্বাচিত ৪ সদস্য হচ্ছেনঃ-১নং সৈয়দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সাইফুল ইসলাম নিজামী, ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে রাফিউজ্জামান, ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বাবলু মিয়া ও ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মাইনুদ্দিন বেসরকারি ভাবে নির্বাচিত। সংরক্ষিত নারী সদস্য ১নং সৈয়দপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে খালেদা আকতার শিপু, ২নং বারৈয়াঢালা ইউনিয়নের ১নং ওয়ার্ডে জোসনা আক্তার ও ৩নং ওয়ার্ডে নারগিছ বিনতে ইসলাম, ৪ নং মুরাদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে রেজিয়া বেগম ৭নং কুমিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে মনোয়ারা বেগম ও ৩নং ওয়ার্ডে ফাতেমা বেগম এবং ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ফাতেমা বেগম।সীতাকুণ্ডে ৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৫টিতেই বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়ে গেছেন আঃলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা। অন্য চারটি ইউপিতে আঃলীগ প্রার্থীদের প্রতিদ্বন্ধী নিজ দলীয় প্রার্থীরাই স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে দলের পদধারী নেতা কর্মীরাও নির্বাচন করছেন। এদিকে নির্বাচনে অনড় রয়েছেন উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর (স্বতন্ত্র), (বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন), ৫নং বাড়বকুণ্ডে বর্তমান চেয়ারম্যান ও নৌকার মনোনীত প্রার্থী ছাদাকাত উল্লাহ মিয়াজীর প্রতিদ্বন্ধী জাপা প্রার্থী এজেএম বেলাল আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী আঃলীগ সমর্থক জয়নাল আবেদীন ভূঁইয়া। বাঁশবাড়িয়া বর্তমান চেয়ারম্যান নৌকা মনোনীত প্রার্থী আঃলীগ নেতা মোঃশওকত আলী জাহাঙ্গীর ও ইউনিয়ন আঃলীগের সভাপতি মোঃআরিফুর রহমান রাজু (স্বতন্ত্র) এছাড়া সলিমপুর ইউনিয়ন পরিষদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান আ’লীগ মনোনীত প্রার্থী সালাউদ্দিন আজিজ ও ইউপি সদস্য আ’লীগ নেতা গোলাম গফুর। বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা আঃলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ বিষয়ে নির্দেশনা দিয়ে বলেছেন দলীয় প্রার্থীর বিরুদ্ধে কেউ নির্বাচন করলে তিনি সাথে সাথে বহিষ্কৃত হবেন।