বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের প্রতিবাদে
মানববন্ধন
এরশাদ হোসেন,বগুড়া জেলা প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় নূরে আলমের নের্তৃত্বে উপজেলা মিনিট্রাক মালিক ও শ্রমিক যৌথ কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জাতীয় শ্রমিকলীগ দুপচাঁচিয়া উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ অষ্টোবর ২০২১মঙ্গলবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বগুড়া-নওগাঁ সড়কের সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় আধাঘণ্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা জাতীয় শ্রমিকলীগ অফিস চত্বরে উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ রাজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ আলীর পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আ’লীগের সাবেক প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, শ্রকিকনেতা পৌর কাউন্সিলর মহিদুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আবু বক্কর ছিদ্দিক, ইউনুছ আলী মহলদার মানিক, গুনাহার ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিখন, পৌর জাতীয় শ্রমিকলীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক হাসান আলী, মিনি ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আছির উদ্দিন, শ্রমিকলীগ নেতা বাবলু প্রামানিক, নুরুল ইসলাম, সোলাইমান আলী মিঠু সহ বিভিন্ন ইউনিয়ন শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুনঃ