খাদ্য-বান্ধব কর্মসূচির ৪০ টন চাল জব্দ
এরশাদ হোসেন,বগুড়া জেলা ব্যুরোঃ
বগুড়ার আদমদিঘীতে ধান-চাল ব্যবসায়ীর গুদামঘর থেকে কালোবাজারে কেনা সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ৪০ টন চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত ২৬ অষ্টোবর ২০২১ মঙ্গলবার রাতে উপজেলার নশরৎপুর এলাকায় অভিযান চালিয়ে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ‘১০ টাকা কেজি,র এই চালগুলো জব্দ করে। উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) শ্রাবণী রায় জানান, নশরৎপূর কলেজ গেট এলাকার ধান চাল ব্যবসায়ী মিল মালিক মামুন সরকারি এ সব চাল কালোবাজারে কিনে মজুদ করে রেখেছেন-এমন খবরে রাত ১১ টার দিকে তার গুদামঘরে অভিযান চালিয়ে সেখান থেকে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতার ৪০ টন চাল পাওয়া যায়। নিবার্হী অফিসার জানান, ঘটনার সময় অভিযুক্ত মামুনকে পাওয়া যায়নি। মামুনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুনঃ