নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ
হাতিয়া নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ
হাতিয়া উপজেলা প্রতিনিধিঃ
নোয়াখালী হাতিয়া বুধবার (২৭ অক্টোবর) উপজেলা হলরুম পরিষদ মিলনায়তনে সকাল দশটায় হাতিয়া নব নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম হোসেন। উপস্থিত ছিলেন, মোহাম্মদ শাহজাহান উপজেলা সহকারী কমিশনার ভূমি। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ মাহবুব মুর্শেদ লিটন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভা মেয়র এ-কে এম ওবায়দুল্যাহ, উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ কেফায়েত উল্যাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নব নির্বাচিত ইউপি সদস্য ও হাতিয়া উপজেলা শ্রমিক লীগ সভাপতি, মোঃ আল আমীনসহ প্রমূখ। সকাল থেকেই উপজেলা হল রুম পরিষদ মিলনায়তনে বিভিন্ন ইউনিয়ন থেকে নব নির্বচিত চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যবৃন্দরা এসে উপস্থিত হতে থাকে। বক্তব্য শেষে সকল ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ সেলিম হোসেন।