নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ
নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
প্রথম ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে বাগেরহাট জেলার ৯ টি উপজেলার ৭৫ টি ইউনিয়নের মধ্যে ৬৬ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানগন এই শপথ বাক্য পাঠ করেন। বুধবার (২৭ অক্টোবর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শপথ গ্রহন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এই শপথ বাক্য পাঠ করান। এ সময় বাগেরহাট জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শুরুর পূর্বে নব নির্বাচিত চেয়ারম্যানগণ জেলা প্রশাসকের নিকট চুক্তি পত্র জমা দেন এবং তাঁদের পরিচয় প্রদান করেন। এর মধ্য দিয়ে স্ব-স্ব এলাকার চেয়ারম্যানগণ তাঁদের দায়িত্ব পালনে আর কোন বাধা রইলো না। এছাড়া জেলার বাকি সাতটি ইউনিয়নের নির্বাচন আগামী ২রা নভেম্বর, ১১ই নভেম্বর এবং ২০শে নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময়ে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের সাথে চেয়ারম্যানদের সম্পৃক্ততা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে সরকারের সকল কর্মকান্ড ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা জবাবদিহিতার সাথে নবনির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব পালন দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। এছাড়া নবনির্বাচিত সংরক্ষিত আসন এবং সাধারন আসনের সদস্য দের শপথবাক্য স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানগন পাঠ করাবেন বলে জানা গেছে।