অর্নিবাচিত ভোর
প্রদীপ দত্ত 
প্রতিটি আত্মহত্যার পর জেগে ওঠে-
একটি অনির্বাচিত ভোর,শিশির মাড়িয়ে হেটে চলে মৃত্যুরা
ফিসফিস করে কথা বলে গাছের পাতা’রা;
স্বপ্নে ভাসতে থাকে সেসব একরাশ বুনো সৃতি পহাড়ি ঢাল বেয়ে
নির্জন ঘরে শুয়ে থাকে ভালবাসার নীল চাঁদ
স্রোতে ভেসে যায় হৃদয়,সমস্ত শরীর জল হতে চায়
বাসা বাধে নতুন জীবন অনাড়ম্বরে।
কাক,শকুনের ভাগাড়ে তরুনীর ক্ষত বিক্ষত স্তন
পড়ে থাকে সীমানা রেখা,পচা গলা লাশ নিয়ে
শেয়াল কুকুরের ভাগাভাগি,রক্তাক্ত ডাস্টবিন।
কাঁটা তারে ওড়ে মানচিত্র সুতা ছেড়া ঘুড়ির মত,
মাঝে মাঝে  অবিরাম লাট খেতে থাকে।
দৈনিক নব দেশ বার্তা / কবিতা 

নিউজটি শেয়ার করুনঃ