গণ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করতে মানুষের উপচেপড়া ভিড়
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
মহামারী করোনা ভাইরাসের গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ গ্রহণ করতে বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে সকাল থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (২৮নভেম্বর) সকাল থেকে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নের কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড় ছিল। টিকাগ্রহীতার মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ।

গত ২৮ সেপ্টেম্বর যারা প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন তারাই দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পেরেছেন। উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোর থেকেই দেখা যায় লম্বা লাইন। বেশিরভাগ কেন্দ্রেই ছিল শৃঙ্খলা। স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে স্বেচ্ছাসেবকরা কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালন করায় কোনো বিশৃঙ্খলা হয়নি। তারা প্রবীণ ও অসুস্থদের আগে টিকা দেওয়ার ব্যবস্থা করেন। সব মিলে টিকা পাওয়ায় সবাই স্বস্তি প্রকাশ করেন। এদিকে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নের টিকা কেন্দ্র পরিদর্শন করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়ক ডঃ ইমং প্রু চৌধুরী, জেলা প্রতিনিধি ডাঃ জাহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা নুরউদ্দিন রাশেদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুনঃ