জীবনের ফুলদানী
প্রদীপ দত্ত
নেমে এসো মেঠো পথে
দূর আঙিনায়,
সাপের ফণি নাচে এই পূর্নিমায়।
যদি চাও সুখের নদী
বেয়ে যাও বৈঠা ওই সীমানায়।

আধাঁর কালো রাতে শূন্য মাঠে

এসো খেলি লুলোচুরি খেলা;
প্রনয়ের সুর, যদি বাজে তবে ছুটে যাও
নিরালায়।

অচেনা আকাশে অচেনা তারায়
এসো ঘর বাধি পাহাড় চূড়ায়!
ঘুম ভাঙাবে সূর্যের প্রথম আলো
প্রতিদিন ভোরে
হিজল বনে খেলা করে রুপসি পরীরা
ফুল নিয়ে-

এসো বন্ধু,পথ চলি অচেনা পথে
এসো হারিয়ে যাই অজানা সুরে
এসো নিপবনে,ভালবেসে নির্জনে।

এসো ক্যাকটাস হয়ে বেঁচে থাকি
মরুভূমিতে!
তবু,হাস্নাহেনার মত চলে যেওনা রাত শেষে
গন্ধ বিলায়ে।

বোলোনা সময় হল ঝরে পড়ার শিউলির মত।
দোপাটি হয়ে ফুটে থাক জীবনের
ফুলদানিতে,বন্ধু কথা রেখো
দিয়েছিলে ভালবেসে যে কথা
বলেছিলে ছেড়ে যাবনা কখনো।

নিউজটি শেয়ার করুনঃ