নওগাঁর রাণীনগরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশঃ ২৯ অক্টোবর ২০২১ | ৮:১৭
নওগাঁর রাণীনগরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে পুলিশ অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে ২৪ পুড়িয়া গাঁজাসহ আটক করেছে। শুক্রবার সকালে উপজেলার পূর্ব বালুভরা এলাকা থেকে তাদের দুই জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বালুভরা গ্রামের মোঃ জমসেদ আলীর ছেলে মোঃ হজরত আলী ২৪ মোঃ তোজাম্মেল হোসেন প্রাঃ এর ছেলে মোঃ সবুজ হোসেন ২৬
রাণীনগর থানার ওসি মোঃ শাহিন আকন্দ জানান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার সকালে পূর্ব বালুভরা এলাকায় অভিযান চালিয়ে হজরত ও সবুজকে আটক করে। আটককালে তাদের দুইজনের কাছ থেকে ২৪ পুড়িয়া (৩৬ গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়। তারা দুইজন এলাকায় মাদক মাদক ব্যবসায় লিপ্ত থাকে৷ তাদের দুইজনের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে এদিন দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।