ব্লাড ডোনেট গ্রুপের ৮ম বার্ষিকী উদযাপন
ব্লাড ডোনেট গ্রুপের ৮ম বার্ষিকী উদযাপন
আবদু্ল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
রক্তের প্রয়োজনে মানবতার কল্যাণে এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও সেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের ৬৪ জেলা থেকে দুই ১৭টি সেচ্ছাসেবী সংগঠনের শত শত রক্তযোদ্ধা তরুণ-তরুনী অনুষ্ঠানে উপস্থিত হন। অনুষ্ঠানে প্রত্যেক সংগঠনকে সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করেন উপদেষ্টা মন্ডলীর সদস্যরা। শুক্রবার (২৯অক্টোবর) দিনব্যাপী সীতাকুণ্ড জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মিলন মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া।
সংগঠনের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে এবং প্রভাষক নাজিমুজ্জামান রাশেদ ও ইলিয়াস হোসেন ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড সমিতি চট্রগ্রাম’র সাবেক সভাপতি ও নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব লায়ন মোঃ গিয়াস উদ্দিন, ৪নং মুরাদপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান এসএম রেজাউল করিম বাহার, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মানিক, সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের উপদেষ্টা হাজ্বী ইউসুফ শাহ, দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান এডভোকেট সরোয়ার হোসাইন লাভলু, বাজার কমিটির সভাপতি বেলাল হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে যৌথভাবে জাতীয় সংগীত পরিবেশন ও অতিথিরা কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।