র‌্যাবের অভিযানে ৩০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার এক
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৩ লক্ষ টাকা মূল্যের ৩০০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারী কে আটক করেছে র‌্যাব-৭ চট্রগ্রাম। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।শুক্রবার (২৯ অক্টোবর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে তাকে আটক করা হয়। আটককৃত গাড়ি চালক মোঃ নুরুল কাদের (২৭), পিতা- মোঃআবদু্ল জলিল,গ্রাম-ইমাম নগর,থানা- সীতাকুণ্ড, জেলা-চট্টগ্রাম।র‌্যাব-৭ চট্রগ্রাম এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃনূরুল আবছার তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেটকার যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসার সময় সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করে।

এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা প্রাইভেটকারটিকে থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি র‌্যাবের চেকপোস্টের সামনে না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে কৌশল অবলম্বন করে প্রাইভেটকারসহ আসামী গাড়ি চালক মোঃ নুরুল কাদের (২৬) কে আটক করে। এ সময় প্রাইভেটকারের পিছনে ডালার ভিতর থাকা একটি ট্রাভেল ব্যাগ হতে ৩০০ বোতল ফেন্সিডিলসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়।জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘ দিন যাবৎ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। আটককৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ