নারী প্রগ্রতি সংঘের কমিউনিটি ডেভেলাপ মিটিং অনুষ্ঠিত
হোসেন বাবলা,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
নগরীর ইপিজেড থানাস্থ ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে ১নভেম্বর সোমবার বিকেলে নারী প্রগ্রতি সংঘের কমিউনিটি ডেভেলাপ, ফ্রি মুভমেন্ট অব উইমেন্স এন্ড ইনফ্রুভিন-নারীর অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ হালিশহর ওয়ার্ডের বিভিন্ন এলাকার নারীদের অগ্রগতি ও জীবন-মান উন্নয়ন তুলে ধরে সভাপতির বক্তব্য রাখেন কাউন্সিলর পরিষদ সদস্য ও শ্রমিক নেতা হাজী মোঃ ফরিদুল আলম। সভার মূলপ্রবন্ধ উপস্থাপন করেন নারী প্রগ্রতি সংঘের কেন্দ্রিয় সমন্বয়কারী মিসেস শাহিদা আক্তার। বিষয়ের উপর উন্মুক্ত আলোচনায় অংশ নেন-সমাজসেবী ও কমিউনিটির স্থায়ী বাসিন্দা হাজী মোঃ জামাল উদ্দিন, শিক্ষীকা মিসেস শাহানাজ আফরোজ, কমিউনিটির লিডার দোস্ত মোহাম্মদ, শিক্ষীকা মিসেস শেফালী আক্তার, সংগঠক ও সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা, নারী নেত্রী মিসেস নাছিমা আক্তার, ক্লাব সংগঠক মোঃ হোসাইন, সোস্যাল অর্গানাইজার ফারজানা ইসলাম, স্থায়ী বাসিন্দা ও কমিউনিটি সদস্য মোঃ ইউনুছ, সোস্যাল কর্মী ফাতেমা জাহান সালমা সহ ওয়ার্ডের বিভিন্ন এলাকার স্থায়ী ও অস্থায়ী বসবাসরতদের প্রতিনিধিগণ।

বক্তারা বলেন, নারী প্রগ্রতি সংঘের কমিউনিটি ডেভেলাপ ওনারীর অগ্রগতিতে সাসাজিক বাধা এবং সমস্যাবলী চিহিৃত করে নারীদের স্বাবলম্বী করতে পারলে দেশ-সমাজ ও পরিবারের উন্নতিতে ভূমিকা রাখবে। তার জন্য পরিবার ও সমাজের দৃষ্ঠি ভঙ্গি বদলাতে-পাল্টাতে হবে সামাজিক কু-প্রথা। পরিশেষে কমিউনিটির বেশ কিছু সমস্যাবলী চিহিৃত করে তা স্থানীয় জনপ্রতিনিধি, নারী জনপ্রতিনিধি ও জন প্রশাসন প্রতিনিধির সমন্বয়ে সমাধানের ব্যাপারে ঐক্যমত পোষন করেন। এসময় নারী প্রগ্রতি সংঘের ওয়ার্ড, ইউনিট ও উপ-কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ