র‌্যাবের অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
চট্টগ্রামর সীতাকুণ্ড উপজেলায় চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ২ জন আসামীসহ ৩ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-৭ চট্রগ্রাম। সোমবার (০১ নভেম্বর) ৪টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃত আসামীরা হলেন, সীতাকুণ্ড উপজেলার পশ্চিম মুরাদপুর এলাকার মোঃ শামছুল হকের পুত্র মোঃ সাইফুল ইসলাম (৩৬) ও মৃত মোঃ সেকান্দরের পুত্র দিদারুল আলম প্রকাশ দিদার (৩১) এবং একই এলাকার মৃত নুরুল আলমের পুত্র মোঃ আবু ইউসূফ প্রকাশ সুবজ (৪৫)। র‌্যাব-৭, এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার জানান, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে, চট্টগ্রামর সীতাকুণ্ড উপজেলায় চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামীরা চট্টগ্রামর সীতাকুণ্ড উপজেলার পশ্চিম মুরাদপুর এলাকায় অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। পরে আসামীদের দেহ তল্লাশী করে ৬ টি চাকু জব্দ করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে যে, তারা উপরোল্লিখিত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সীতাকুণ্ড থানার বিভিন্ন ইউনিয়ন নিবার্চনকে কেন্দ্র করে নাশকতা, বিশৃংখলা ও অরাজকতা সৃষ্টির লক্ষে দেশীয় অস্ত্রসমূহ মজুদ করেছে। আটককৃত আসামীদের চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।উল্লেখ্য যে, আসামী মোঃ সাইফুল ইসলাম (৩৬) এর বিরুদ্ধে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় ০২ টি এবং আসামী দিদারুল আলাম প্রকাশ দিদার এর বিরুদ্ধে চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানায় ০১ টি হত্যা মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ