নিঃসঙ্গ স্বপ্নের সাধ
প্রদীপ দত্ত
ফুল পাখি লতা পাতা
বুনো পথে যতো কথা
বেয়ে চলে নদীতটে
ছুটে চলে তল্লাটে।
বুনো ঝোপে বুনো পাখি
তোমার মদীরা আখিঁ।
চেয়ে থাকি ছায়া পথে
মায়া নীড় ভগিরথে।
মেঘ বওয়া নীলাকাশে
আবেশে মনোরথে
বেগবান দাড়টানা
আধখানা চাঁদ।
রুপালী জলের ঢেউয়ে
জাগে কতো সাধ।
২৮-১০২১

দৈনিক নব দেশ বার্তা/ কবিতা

নিউজটি শেয়ার করুনঃ