ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় সীতাকুণ্ডে ৬ছাত্রলীগ নেতাকে অব্যাহতি
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
আগামী ১১নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের ৬ ছাত্রলীগ নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক এস এম রিয়াদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। জানা যায়, ১১ নভেম্বর অনুষ্ঠিত ৬নং বাঁশবাড়িয়া ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়েছে। একই ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে (বিদ্রোহী) রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল আলম চৌধুরী। ৬ ছাত্রলীগ নেতা দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্বাচনী প্রচারে কাজ করছে বিদ্রোহী প্রার্থীর পক্ষে।

এ অভিযোগে ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু মাহমুদ ও আবদুল্লাহ আল নোমান, সহ-সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মেজবাউল আলম ও ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন চৌধুরীকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রলীগের সদস্যদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করতে হবে। ঐ ৬নেতা দলীয় প্রার্থীর প্রচার-প্রচারণায় সহযোগিতা না করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ায় তাদের সতর্ক করা হয়েছিল। এরপরও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তারা দলের শৃঙ্খলাবিধি ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছেন। বিষয়টি ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে লিখিত ভাবে জানানোর পর ওই ৬জনকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ