ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলের সকল রুটে পরিবহন ধর্মঘট
ভ্রাম্যমাণ প্রতিনিধি নড়াইলঃ
শুক্রবার সকাল থেকে নড়াইল-ভাটিয়াপাড়া-ঢাকাসহ আন্তঃজেলা সড়ক ও অভ্যন্তরীণ সকল সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। জানা গেছে, নড়াইল-ঢাকা, নড়াইল-যশোর, নড়াইল-খুলনা, নড়াইল-মাগুরা, নড়াইল-গড়েরঘাট, নড়াইল-নওয়াপাড়া, নড়াইল-কালিয়াসহ জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন জানান, হঠাৎ করে তেলের দাম বৃদ্ধির কারণে মালিক ও শ্রমিকপক্ষ ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া ভাড়া বৃদ্ধি করা হলে যাত্রীরা ক্ষতিগ্রস্ত হবে। তেলের মূল্য কমানো না হলে ধর্মঘট অব্যাহত থাকবে বলেও জানান তিনি। জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান বলেন, ‘হঠাৎ করে ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে মালিক পক্ষ ও শ্রমিকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। তেলের মূল্য কমানোর জোর দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, বাস মালিক ও শ্রমিক সংগঠনের আলোচনার মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়েছে। দাবি মেনে না নিলে ধর্মঘট চলমান থাকবে। এদিকে হঠাৎ করে ধর্মঘটের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিভিন্ন গন্তব্যে রওনা হয়ে যেতে পারছে না তারা। নড়াইল শহরের মহিষখোলার বাসিন্দা রমজান আলী বলেন, ‘আমার মাগুরায় যাওয়ার জরুরি প্রয়োজন ছিল। কিন্তু হঠাৎ করে বাস বন্ধ থাকার কারণে যেতে পারলাম না।’ এদিকে গণপরিবহনের পাশাপাশি জেলায় ট্রাক ও লরিসহ সব ধরনের পণ্য পরিবহনও বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ