হেমন্তের পাতা ঝরা একদিন 
প্রদীপ দত্ত
হেমন্ত বিকালে শহুরে রাস্তায় ধূলো
 আর গাড়ির হর্ন ছিন্ন করে ধূপখোলা মাঠে এসো খালি পায় ধূলো গায়।
এসো সন্ধার আকাশের জ্বলজ্বলে নক্ষত্র জ্বলা রাত আকিঁ।
এসো কর্ক ছিড়ে পান করি হলুদ পানীয়
নীশিকালো অমাবস্যার রাতে
এসো শিশির বিছানায় শুয়ে ঘুম ভাঙি প্রাতে।
দৈনিক নব দেশ বার্তা / কবিতা

নিউজটি শেয়ার করুনঃ