মধ্য রাতে অজ্ঞাত সন্ত্রাসী হামলায় এক যুবক নিহত পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী সদর উপজেলার ১২নং বড় বিঘাই ইউনিয়নের বিঘাই গ্রামে গতকাল শুক্রবার মধ্য রাতে অজ্ঞাত সন্ত্রাসী হামলায় মাসুদ ব্যাপারী নামে এক মটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ, এ হত্যাকান্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শণ করেছেন পটুয়াখালীর পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) পটুয়াখালী, ভারপ্রাপ্ত কর্মকর্তা পটুয়াখালী সদর থানা, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) সহ পুলিশের একাধিক টিম এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এবং ইউনিয়নের চলমান নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো: আবু জাফর হাওলাদার ও বর্তমান চেয়ারম্যান মো. অহিদুজ্জামান (মজনু) মোল্লা সহ একাধীক ইউপি সদস্য ও সদস্য পদ প্রার্থীরা এবং এলাকার শতশত সাধারণ মানুষ দেখতে আসে।

সরেজমিনে গিয়ে স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাসুদ ব্যাপারী বড় বিঘাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা লতিফ ব্যাপারির ছেলে। নিহত মাসুদ পেশায় একজন ভাড়া মটরসাইকেল চালক। গতকাল রাত আনুমানিক ১২:৩০ মিনিটের সময় বড়বিঘাই ইউপি চেয়ারম্যান মো. অহিদুজ্জামান (মজনু) মোল্লার বাড়ি থেকে বড়বিঘাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আঃ ছাত্তার হাওলাদার কে নিয়ে তাকে তিতকাটা ক্যাম্পঘাট বাজারে নামিয়ে দিয়ে যায়। এসময় তাদের সাথে দুটি মোটর সাইকেলে চারজন ব্যাক্তি ছিলেন। এরা হলেন মোটরসাইকেল চালক খলিল হাওলাদার, মোঃ বেল্লাল প্যাদা, রাহাত মাঝী ও মাসুদ ব্যাপারী। ক্যামঘাট থেকে অফিসের হাটে বেল্লাল ও মোটরসাইকেল চালক খলিল থেকে যায়, সর্বশেষ রাত আনুমানিক ১:৩০ মিনিটের সময় চেয়ারম্যান প্রার্থী মজনু মোল্লার বাড়িতে রাহাত কে নামিয়ে দিয়ে বাড়ী ফেরার পথে সাবেক আওয়ামীলীগ সভাপতি গনি সিকদারের বাড়ীর দরজায় পৌছালে এ সময় ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার গতি রোধ করে তাকে এলোপাথারী ভাবে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে রাস্তার পার্শ্বের ডোবায় ফেলে পালিয়ে যায়। সকালে কতিপয় ব্যাক্তিরা মাসুদের মটরসাইকেলটি রাস্তার পার্শ্বে দেখতে পেয়ে গাড়ীর মালিক রফিক চৌকিদারকে খবর দেয়। এ সময় নিহতের ছোটভাই বিষয়টি জানতে পেরে ভাইয়ের খোঁজে ডোবায় নামলে সেখানে নিহত মাসুদের মরদেহ পেয়ে কিনারে নিয়ে আসে। এ ঘটনায় সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এমন চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন নিহতের পরিবার।

নিউজটি শেয়ার করুনঃ