মাইজভাণ্ডারীর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) পালন
হোসেন মিন্টুঃ
আঞ্জুমানে ওয়াসেলে মাইজভাণ্ডারী ব্যাটারি গলি শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম উপলক্ষে ধর্মীয় আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) রাতে ব্যাটারি গলিস্থ শাহেন শাহ্ হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী খানকা শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন গউছে জামান হযরত শাহ সূফি মফিজ উদ্দিন মাইজভাণ্ডারী। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ নূর হোসেন আল মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ ইয়াসিন আরাফাত মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ রাজিবুল হাসান মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ কামরুল হাসান মাইজভাণ্ডারী। মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আব্দুল হামিদ, হযরত বশির শাহ (রা.) আওলাদ শাহজাদা হাসনাত চৌধুরী মাইজভাণ্ডারী। মাহফিলে তকরিরর পেশ করেন হযরত আল্লামা মাওলানা মুফতি ইলিয়াস হোসাইন, হযরত মাওলানা হাফেজ বখতিয়ার।

মাহফিলে নাতে রাসুল (সা:) পরিবেশন করেন শায়ের মাসুদ পারভেজ, জুনায়েদ আল কাদেরী। আঞ্জুমানে ওয়াসেলে মাইজভাণ্ডারী ব্যাটারি গলি শাখার সভাপতি আবুল কালাম মোহাম্মদ আবুল কালাম মাইজভাণ্ডারী, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, শান্ত শরীফ, আব্দুন নূর, নাসিব, আরমান। প্রধান অতিথি আওলাদে মাইজভাণ্ডারী হযরত শাহসুফী সৈয়দ মফিজ উদ্দিনের মাইজভাণ্ডারী বলেন, নবী মুহাম্মদ (সা.) হলেন আত্মমানবতার প্রেমময় শিখা। যার প্রেম থেকে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ এমনকি পশু পাখি পর্যন্ত বঞ্চিত হননি। তাই নবী মুহাম্মদ (সা.) রেখে যাওয়া কর্মময় জীবনের প্রতিটি মুহূর্ত মানবজাতির জন্য একটি আদর্শ। শাহ সুফী সৈয়দ মফিজ উদ্দিন মাইজভাণ্ডারী আরো বলেন, নবীপ্রেমই প্রতিটি মানুষের ঈমানী দায়িত্ব। নবীকে ভালোবাসলেই আল্লাহ রাব্বুল আলামীন খুশি। যার অন্তরে রাসুল প্রেম নাই সে প্রকৃত মুমিন হতে পারে না। মমিনের পূর্ব শর্ত হল অন্তরের নবীপ্রেম ধারণ করা। নবীপ্রেম থাকলেই প্রত্যেক মুসলমানের জন্য জান্নাতের পথ সুগম হবে। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন আওলাদে রাসুল হযরত শাহ্ সুফি সৈয়দ মফিজ উদ্দিন আল মাইজভাণ্ডারী।

নিউজটি শেয়ার করুনঃ