জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের অনুদান প্রদান
ফটিকছড়ি উপজেলা প্রতিনিধিঃ
মাদ্রাসা হলো কুরআন শিক্ষার বাতিঘর। একজন ব্যক্তি আদর্শবান নাগরিক হিসেবে গড়ে উঠার শিক্ষা দেয় মাদ্রাসায়। বর্তমান যুবসমাজ যেভাবে মাদকাসক্তে লিপ্ত হচ্ছে তা থেকে ফিরিয়ে আনতে পারে একমাত্র ইসলামী শিক্ষা। যা মাদ্রাসায় শেখায়। বক্তারা আরো বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা এখন পিছিয়ে নেয়। বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শীর্ষ প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্ররা প্রথম স্থান দখল করে নিচ্ছে। ৭ নভেম্বর সকালে ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর হযরত নজির আহমদ শাহ্ (রহ.) নুরানি ইসলামিক কিন্ডারগার্টেন মাদ্রাসা পরিচালনা পরিষদকে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের অনুদান প্রদানকালে নেতৃবৃন্দ এসব কথা বলেন। মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন আল্লামা মুছা আলকাদেরী, বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ ইউনুস চৌধুরী, মুহাম্মদ ইলিয়াস, আলহাজ্ব এ.কে.এম বখতিয়ার, মুহাম্মদ নুরুল ইসলাম মানিক, মৌলনা শহিদুল্লাহ কাদেরী, মৌলনা কুতুবউদ্দিন রজভী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ.পি সদস্য পদপ্রার্থী শহিদুল ইসলাম আকাশ, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি (ঘ) জোনের সাংগঠনিক সমন্বকারী আক্তারুজ্জামান বাবর, মুহাম্মদ আলমগীর হক, দক্ষিণ ধর্মপুর শাখার সভাপতি মুহাম্মদ ফজল করিম কোম্পানি, সাবেক সভাপতি ব্যাংকার জাহিদ আসিফ দিদার ইমন, সাধারণ সম্পাদক মুহাম্মদ সাব্বির সহ মাদ্রাসার সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। উল্লেখ্য, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের ‘সবার জন্য শিক্ষা প্রকল্প-২০২১’র আওতায় হযরত নজির আহমদ শাহ্ (রহ.) নুরানি ইসলামিক কিন্ডারগার্টেন মাদ্রাসা পরিচালনা পরিষদকে ১ম ধাপে ৩০ হাজার এবং ২য় ধাপে ৩০ হাজার সর্বমোট ৬০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ