বোমা বিস্ফোরণে হাতের কবজি উড়ে গেল যুবকের
নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া শহরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে এক যুবকের হাতের কবজি উড়ে গেছে। গুরুতর আহত ওই যুবককে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি ভাবে বোমার বিস্ফোরণ ঘটেছে-সে বিষয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় যে, এ ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

রোববার (৭নভেম্বর) রাত ৮ টার দিকে কালনা-যশোর মহাসড়কের কুন্দশী চৌরাস্তা এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজনের সাথে আলাপ করে জানা গেছে, রোববার রাত ৮ টার দিকে কুন্দশী চৌরাস্তা জামে মসজিদের দক্ষিণ দিকে মহাসড়কের ওপর বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলের অদূরে পুলিশের টহল ভ্যান ছিল। বিস্ফোরণে শাহাজাদা মোল্লার (৪০) বাম হাতের কবজি উড়ে যায়। শাহাজাদা পার্শ্ববর্তী মঙ্গলহাটা গ্রামের আকবর মোল্লার ছেলে। পুলিশ গুরুতর আহত শাহাজাদাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং পরে তাকে পুলিশ প্রহরায় চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে বোমা বিস্ফোরণে আহত শাহাজাদা জানিয়েছেন, মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর তার ওপর দুর্বৃত্তরা বোমা হামলা করে। এ ব্যাপারে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) হরিদাস রায় বলেন, বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান। এ দিকে রাতেই নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

নিউজটি শেয়ার করুনঃ