সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে গণজাগরণ ও সচেতনতা সৃষ্টি করতে হবে
রাউজান উপজেলা প্রতিনিধিঃ
রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, শুধু মাদক পরিবহনকারী ও চুঁনোপুটিদের গ্রেফতার করলে ও ক্রসফায়ার দিলে দেশে মাদক বন্ধ হবে না। মাদক বন্ধ করতে হলে মাদক উৎপাদন ও ব্যবসায়জড়িত রাঘববোয়ালদের দলমত নির্বিশেষে আইনের আওতায় আনতে হবে এবং সামাজিক ভাবে মাদকের বিরুদ্ধে গণজাগরণ ও সচেতনতা সৃষ্টি করতে হবে।

তিনি বিএম ফাউন্ডেশনের নেতাকর্মিদের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে আদর্শিক প্রচেষ্টা চালানোর অনুরোধ জানান। ৭ নভেম্বর দুপুরে রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুলের সাথে বিএম ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতকালে তাঁর বাসভবনে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন রাউজান হলদিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ এস.এম বাবর, রাজনীতিক মাহবুবুল আলম, ইউ.পি সদস্য মোহাম্মদ আলী, মহিলা ইউ.পি সদস্য নার্গিস আক্তার, বিএম ফাউন্ডেশনের উপদেষ্টা নুরুল হুদা মুহাম্মদ আক্কাস, মুহাম্মদ মনছুর আলম জিহান, বিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান সংগঠক মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ মনছুর আলী, মুহাম্মদ শাহ্ আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ