সীতাকুণ্ডে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু দর্শন সমবায় উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্রগ্রামের সীতাকুণ্ডে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৬নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন। সমবায় অফিসার আবদুল শহীদ ভূঁইয়ার সভাপতিত্বে ও তপন মজুমদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ হাবীবুল্লাহ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহআলম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তাবৃন্দ। এতে উপজেলায় সমবায় খাতে অবদান রাখা সমবায় সমিতিগুলোকে ক্রেষ্ট দিয়ে পুরস্কৃত ও অতিথিদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন এবং সমবায়ের পতাকা উত্তোলন করেন উপজেলা সমবায় অফিসার আবদুল শহীদ ভূঁইয়া। অনুষ্ঠানে অতিথিবৃন্দ দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সমবায়ের ভূমিকার প্রশংসা করে সমবায় সমিতিগুলোকে জনগণের সাথে আরো নিবিড় হয়ে সেবা প্রদানের উপর জোর দেন।

নিউজটি শেয়ার করুনঃ