কমিউনিটি ক্লিনিক পর্যায়ে করোনা ভ্যাকসিনের উদ্বোধন
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ এই শ্লোগানে সারা দেশের ন্যায় চট্রগ্রামের সীতাকুণ্ডে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সারা দেশে প্রায় ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক এখন চালু আছে। প্রতিটি ক্লিনিকে ৫ থেকে ১২ নভেম্বরের মধ্যে গড়ে ৫০০ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এসব কমিউনিটি ক্লিনিকে সিনোফার্মের টিকা দেওয়া হবে।
রবিবার (৭নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ ইয়াকুব নগর ওয়াহিদি কমিউনিটি ক্লিনিকে ভ্যাকসিন কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা

ডাঃ মোঃ নুর উদ্দিন রাশেদ।এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র বদিউল আলম জসিম, ক্লিনিকের জমিদাতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম ওয়াহিদী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আনোয়ারা বেগম।

নিউজটি শেয়ার করুনঃ