রাজপথে হেটে চলি
প্রদীপ দত্ত
জীবনের রং,ঢং দেখে ফেরার 
পথে চেয়ে দেখি ভীষন যানজটে-
তালগোল পাকানো পাগলা, 
ভাগাড়ে  পড়ে আছে মানবতা,সভ্যতা;
তার পাশ ঘেষে উত্তাপ নিয়ে বেঁচে আছে
জীবনের ক্ষয়ে যাওয়া,
পরাজিত কবিদের কেউ কেউ-
হেটে চলে এসব পথে,লেখে মনেরর গভীরে থাকা কবিতা।
পুরোনো সেসব পথে হেটেগেছি বহুদিন
পুরোনো সৃতি বুকে নিয়ে সেসব পথ-
উপচে পড়া ডাস্টবিন ভেদ করে,সে রাজপথ
মনে পড়ে সে সব হেটে চলা প্রেম কাব্য!
দৈনিক নব দেশ বার্তা / কবিতা 

নিউজটি শেয়ার করুনঃ