সীতাকুণ্ডে চোরের ছুরিকাঘাতে নিহত১
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চোরের ছুরিকাঘাতে সুলতান আহমেদ (৫৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে তার ভাতিজা ইকবাল হোসেন। রবিবার (৭ নভেম্বর) ফজর নামাজের সময় উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটস্থ খাদেমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুলতান আহমেদ একই এলাকার মৃত মকবুল আহমেদের ছেলে। জানা যায়, সুলতান আহমেদ ভোরে ফজরের নামাজ পড়ার জন্যে ঘর থেকে বের হওয়ার সময় দরজার পাশে এক চোরকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। এ সময় তিনি চোর চোর বলে চোরের পিছু নিয়ে সামনের দিকে একটু অগ্রসর হওয়ার পর ভাতিজা ইকবালসহ চোরকে ঝাপটে ধরে ফেলেন। চোর আত্মরক্ষার্থে হাতে থাকা ছুরি দিয়ে চাচা সুলতান আহমেদের গলায় আঘাত করে এবং ভাতিজা ইকবালকেও হাতে ছুরিকাঘাত করে। তাৎক্ষনিক স্থানীয়রা এসে চাচাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং আহত ইকবাল চিকিৎসাধীন রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এএসপি (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম, ওসি আবুল কালাম আজাদ, ওসি (তদন্ত) সুমন বনিক, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ একে এম তৌহিদুল করিম। এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ফজর নামাজের সময় এক লোককে চাচা ভাতিজা মিলে চোর চোর করে ধরে পেলে। এসময় চোরের হাতের ছুরি দিয়ে চাচার গলায় এবং ভাতিজার হাতে আঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা উদ্ধার করে সুলতান আহমদকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুনঃ