জামেয়ার প্রয়াত অধ্যাপক আবুল কাশেমের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে বই বিতরণ
চট্টগ্রাম মহানগর সংবাদদাতাঃ
অজামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান বলেন, অধ্যাপক আবুল কাশেম একজন প্রকৃত শিক্ষক ও মানবতাবাদী মানুষ ছিলেন। নিষ্ঠা, সময়ানুবর্তিতা ও আন্তরিকতার মিশেলে পাঠদান করে তিনি শিক্ষার্থীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ব্যক্তিজীবনে উদ্বেগহীন হলেও সামষ্টিক মঙ্গলের ব্যাপারে ছিলেন সচেতন ও সোচ্চার। ব্যক্তি জীবনে সময়ানুবর্তিতা, সততা ও নৈতিকতার চর্চা যেমন করেছেন তেমনি ছাত্রদের মাঝেও তা ছড়িয়ে দিয়ে ছিলেন। ৯ নভেম্বর মঙ্গলবার সকালে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার প্রয়াত অধ্যাপক আবুল কাশেমের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি উপর্যুক্ত মন্তব্য করেন।

এ সময় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ মাহবুবুর রহমান, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ শাহজাহান, মাওলানা মুহাম্মদ তারেকুল ইসলাম, মুহাম্মদ সবুর। পরে শিক্ষার্থীদের মধ্যে প্রয়াত অধ্যাপক আবুল কাশেমের লিখিত ‘চেনা পথ অচেনা পথিক’ ও ‘প্রজ্ঞা পারমিত ও অন্যান্য’ শিরোনামের গ্রন্থদুইটি বিতরণ করা হয়। বিতরণ সমন্বয়ে ছিলেন যুল ইয়ামিন ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ আসাদুজ্জামান, জামেয়ার শিক্ষার্থী মুহাম্মদ আবদুল্লাহ আল জাবের, মুহাম্মদ মাঈনুল হক চিশতী, মুহাম্মদ আবদুস সালাম, নূর মোহাম্মদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ