বিপুল পরিমান চোরাই মোবাইল উদ্ধারসহ ৬ জন গ্রেফতার
হোসেন বাবলা,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে নগরীর ইপিজেড থানাধীন ফ্রি পোর্ট এলাকায় ভ্রাম্যমান দোকান বসিয়ে কতিপয় ব্যক্তি অবৈধ উপায়ে চোরাই ও ছিনতাই করা মোবাইল, ব্যাটারিসহ অন্যান্য চোরাই সামগ্রী বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ৭ নভেম্বর অনুমানিক সময় রাত্র সাড়ে ৯টায় আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা। মোঃ গাউছ মিয়া (৩২), পিতা- মোঃ শাহ জাহান মিয়া। মোঃ সোহেল (৩৬), পিতা- রহমত আলী। মোঃ তানভির (২৩), পিতা-মোঃ নোয়াব আলী, সর্ব সাং- ফান্দাউক, থানা- নাছিরনগর, জেলা-ব্রহ্মনবাড়ীয়া। মোঃ সাইফুল মিয়া (২৫), পিতা-মোঃ মুছন মিয়া, সাং-ফান্দাউক, থানা-নাছিরনগর, জেলা- ব্রহ্মনবাড়ীয়া। মোঃ সুমন শাহ (২৪), পিতা-মোঃ রইছ শাহ, সাং-বুড়িশ্বরা, থানা- নাছিরনগর, জেলা- ব্রহ্মনবাড়ীয়া এবং মোঃ ইমন (২০), পিতা-নাছির উদ্দিন, সাং-উত্তর মহম্মদপুর, থানা- সেনবাগ, জেলা-নোয়াখালী, বর্তমানে সর্ব সাং-ব্যারিস্টার কলেজ রোড, মারোয়া ম্যানশন, থানা-ইপিজেড, চট্টগ্রাম মহানগর‘দের আটক করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থল তল্লাশি করে ৩৯১ পিস চোরাই ও ছিনতাই করা মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত ইপিজেড সহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও চুরি করা মোবাইল তাদের নিজ হেফাজতে সংরক্ষন করে অপেক্ষাকৃত কম মূল্যে বিভিন্ন গলির ভিতরে ভাসমান দোকান স্থাপন করে পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। এই সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে নগরীর ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের মিডিয়া অফিসার মোঃ নূরুল আবছার সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুনঃ