ঝোড়ো হাওয়ার পাল
প্রদীপ দত্ত
একটু ঝড়ো বাতাস আসছে বেড়াতে আমার বাড়িতে
পরশ বোলাবে নাকে,বুকে,চুলে
মাথায়,চোখে, হৃদয়ে
আত্মায়় শোনিতে,ঝুপড়িতে
অট্টলিকায়,গাছের গুড়িতে
তরুনীর শাড়িতে।
বরষার পরশ বোলায়ে আমেজে ভুলায়ে তার জোতি্।
সে ধরে তার নিয়মের ফুলদানিতে আহা
এরপর ফোটাবে সে ডালিয়া রঙধনু রঙে।
দৈনিক নব দেশ বার্তা / কবিতা 

নিউজটি শেয়ার করুনঃ