পতেঙ্গা মাইজপাড়ায় অগ্নিকান্ডের ৫দিন পরও মানবেতর জীবন-যাপন
হোসেন বাবলা,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মাইজপাড়া (৪০নং ওয়ার্ডস্থ) লালমাঝি বাড়ীতে গত নভেম্বর, শনিবার গভীর রাতে, আনুমানিক ২টার সময় বসত বাড়ীর পিছনে একটি ব্যাটারীর গ্যারেজ থেকে অগ্নিকান্ডের ফলে ৬টি স্থায়ী বসতঘর ও ৫টি ভাড়াঘর আগুনে পুড়ে যাই। শনিবার রাত্র থেকে প্রায় ৫দিন পরে ও কেউ তাদের খোঁজ-খবর নেই নি বলে দূর্ভোগে থাকা ক্ষতিগ্রস্থ বাসিন্দারা জানিয়েছেন। সেই থেকে বুধবার (১০নভেম্বর) বিকেল পর্যন্ত ১১টি বসতবাড়ীর প্রায় শতাধিক বাসিন্দা ও ভাড়াটিয়ারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। ঐবাড়ীর বাসিন্দারা জানায়, বিগত কয়েকমাস পূর্বেও বসতবাড়ীর পিছনে অবৈধভাবে গড়ে তোলা আঃ মাবুদ কলোনীতে টমটম গ্যারেজ, তথা ব্যাটারির গ্যারেজে আগুনে এক ব্যক্তির মৃত্যু হয়। আবারো ঐ কলোনীর শর্ট সাকির্ট হয়ে আগুন লেগে ব্যাপক ক্ষয়-ক্ষতি হল। ঘটনার রাত্রে ইপিজেড-ডক বন্দরও নৌবাহিনীর প্রায় ৬টি গাড়ী আগুন নেভানোর কাজে উপস্থিত ছিলেন বলে ইপিজেড-ডক বন্দর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। তবে তারা ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরাপণ করতে পারেনি বলে জানান। তথ্যানুযায়ী ১১টি বসত ঘরের প্রায় ১৫/২০লাখ টাকার মতো সম্পদ নষ্ট হবার কথা ধারনা করছেন।

এদিকে বাড়ীর স্থায়ী বাসিন্দা আবু তাহের (৫৭) জানাই, অত্যন্ত দুঃখের সহিত বলছি এতো বড় একটি দূর্ঘটনা ঘটলেও কোন জনপ্রতিনিধি কিংবা প্রশাসন থেকে কেউ খোঁজ-খবর নেই নি বলে জানান। অপর বাসিন্দা নাছিমা, হাসিনা বেগম, সুমা-সাথী এবং পাকিজা খাতুন বলেন, আমরা আজ ৫দিন পর্যন্ত পরিবার-পরিজন নিয়ে শীতের রাত্রে খুব মানবেতর জীবন-যাপন করছি। ভাড়াটিয়া সোলাইমান, হাসান ও বাদশা জানান, আগুনে তাদের বাসার জিনিসপত্র পুড়েছে আর গ্যারেজে থাকা ৪টি টমটম পুড়ে নষ্ট হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী মাইজপাড়া লালমাঝি বাড়ীর বাসিন্দারা অভিযোগ সহিত জানাই, আগুনে অসহায় থাকা লোকদের দ্রুত সরকারী সাহায়্য করে, ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দিতে অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুনঃ