ব্যালেট ছিনতায় গোলাগুলির মধ্য দিয়ে সীতাকুণ্ডে ইউপি নির্বাচন সম্পূর্ণ
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডের ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভােট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভােটের পূর্বরাত থেকে শুরু করে বৃহস্পতিবার (১১নভেম্বর) বিকাল পর্যন্ত চলা দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।একটি কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের ঘটনায় ভােট গ্রহণ স্থগিত করা হয়েছে। অপর একটি কেন্দ্রে ব্যালটে সিল মারার ঘটনায় ৩শ ব্যালেট পেপার বাতিল করছে ম্যাজিষ্ট্রট।

৮নং সােনাইছড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী ফােরকান আহমদ ও মাহবুবুল আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয় জন আহত হয়েছেন। এসময় মেম্বার প্রার্থী মাহবুবুল আলমের সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় মেম্বারকে হেফাজতে নিলে প্রায় ২ ঘন্টা পর ব্যারিকেড সরিয়ে নেন সমর্থকরা। ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মামুন উর রশীদ পায়েল বহিরাগত সস্ত্রাসী এনে কেন্দ্র দখলের চেষ্টা করলে প্রতিপক্ষ আলমগীর মাসুমের সমর্থকদের বাধা দেয়। এতে বহিরাগত সস্ত্রাসীদের হামলায় আলমগীর মাসুমের ২০ সমর্থক আহত হয়। তাদেরকে নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকাল ২টার দিকে বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ব্যালেট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় এসময় ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বর প্রার্থী সেলিম উদ্দিন সওদাগর ও তার ভাইসহ সাত জন গুলিবিদ্ধ।

নিউজটি শেয়ার করুনঃ