বাগেরহাটে নির্বাচনী দ্বন্দ্বের জেরে অতর্কিত হামলায় নব নির্বাচিত ইউপি সদস্য সহ আহত ৬
বাগেরহাটে নির্বাচনী দ্বন্দ্বের জেরে অতর্কিত হামলায় নব নির্বাচিত ইউপি সদস্য সহ আহত ৬
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
সদ্য সমাপ্ত ২য় ধাপের ইউপি নির্বাচনে বাগেরহাট সদরের গোটাপাড়া ইউনিয়নে নির্বাচনী দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় নব নির্বাচিত ইউপি সদস্য সহ ৭ জন গুরুতর আহত হয়েছে। নির্বাচন পরবর্তী দিন ১২ ই নভেম্বর সকাল ১১ টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য তালুকদার আলী আহমেদ ছোট বলেন, নির্বাচনে বিজয়ী হওয়ার সুবাদে আত্নীয়ের বাড়ীতে মিষ্টি দিতে যাওয়ার উদ্যেশ্যে সকাল ১১ টার দিকে আমার ছেলে রিয়াদ তালুকদার (২৮), আমার সমর্থক মোঃ রেজাউল শেখ (৫০), রানা শেখ (২৫), তারেক শেখ (২৮), সজীব শেখ (২৬) সহ আরও কয়েকজন কর্মী নিয়ে বাগেরহাটের উদ্যেশ্যে রওনা করে গোটাপাড়া ইউনিয়ন পরিষদের সামনে আসলে সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কাজী মুনসুর আলীর ছেলে সন্ত্রাসী বাপ্পী কাজীর নেতৃত্বে শ্রমিক দল নেতা সেলিম, শান্ত মল্লিক, সেলিমের ছেলে সহ ৫০ থেকে ৬০ জনের মতো সন্ত্রাসী রাম দা, চাপাতি, রড, সড়কি, বাশেঁর লাঠি, সহ দেশীয় বিভিন্ন অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমাদের মোটর সাইকেলের গতি রোধ করে এলোপাথারি ভাবে কোপাতে থাকে ও রড দিয়ে পিটাতে থাকে। আমরা আত্নরক্ষার্থে চিৎকার শুরু করলে স্হানীয়রা এসে আমাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত হামলায় মাথায় দায়ের কোপে গুরুতর আহত রেজাউল শেখ এবং রিয়াদ তালুকদারের অবস্হার অবনতি হওয়ায় খুলনায় নেওয়ার প্রস্ততি এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও গোটাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক শেখ শমশের আলী বলেন বিগত কিছুদিন যাবত স্হানীয় কিছু আওয়ামীলীগ নেতা ও তাদের ছেলেদের ছত্রছায়ায় বি এনপির বিভিন্ন পোষ্টে থাকা নেতা কর্মীরা আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে আসছে এবং এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে। তিনি সংসদ সদস্য শেখ হেলালউদ্দিন, শেখ তন্ময়, জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ্বসহ সকলের কাছে আওয়ামীলীগে অনুপ্রবেশকারী জামায়াত, বি এনপি চক্রের মদদদাতা আওয়ামীলীগ সদস্যের চিন্হিত করে সাংগঠনিক ব্যাবস্হা দাবি নেওয়ার দাবি করেন। তিনি আরও বলেন সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক তার মেয়েকে বি এনপির এক নেতার সঙ্গে বিয়ে দিয়ে তার জামাতার ভাইদের দিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করছে, তিনি জামায়াত, বি এনপির প্রশ্রয়দাতা এই উপজেলা আওয়ামীলীগ নেতার বহিষ্কার দাবি করেন। এদিকে একই দিনে জুময়ার নামাজ পড়তে যাওয়ার সময় ২ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মনিরুল ইসলাম তরফদারের কর্মী আলুকদিয়ার ইমরান (২৫) কে প্রতিপক্ষরা পিটিয়ে গুরুতর আহত করে। তাকে হাসপাতালে ভর্তির প্রস্তুতি চলছে।